আমরা বাঙালী। আমরা ভ্রমন পিপাশু মানুষ । মাছে ভাতে বাঙালি আর ভ্রমণে বাঙালীকে বাজিমাত দেওয়া বোধয় ততটা সহজ কাজ নয় । অচেনা অজানা জায়গাকে জানতে, সেখানকার মানুষ তাদের ইতিহাস জানার যে আনন্দ, তা বোধয় আমরা আর কিছুতে খুঁজে পাই না । নির্জন কোনো অজানা পথের বাঁকে অথবা হয়তো কোনো সূর্যোদয় বা সূর্যাস্তের আবেশে আমরা জীবন খুঁজে পাই । ভ্রমণ আমাদের কাছে এক রঙিন স্বপ্ন তাই রন্ধ্রে রন্ধ্রে থাকা ভ্রমণের ইচ্ছা প্রজাপতির পাখনা ভর করে আমাদের কখনো নিয়ে চলে দূর সমুদ্রের পাড়ে তো কখনো নিয়ে যায় আকাশচুম্বী পর্বতের শীতল আবেশে আবার নিয়ে চলে গহন অরণ্যের বাঘ মামার দেশে । অতি মরিয় এই কঠিন সময়ে আমাদের অনেক কিছুই শিখিয়েছে, বিশেষত পর্যটন শিল্পের ক্ষতি উল্লেখ না করাই শ্রেয়ো । কিন্তু সব কিছুর মধ্যেই যেমন ইতিবাচক বা নেতিবাচক দিক থাকে অতিমারিও তার ব্যাতিক্রম নয় । অতিমারি আমাদের দেশকে চিনতে শিখিয়েছে । যেখানে বেশিরভাগ পর্যটকরা ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিতেন, সেখানে এখন সেই ব্যাবস্থা উপলব্ধ না থাকায় সবাই চলেছে দেশের নাদেখা স্থানগুলিকে অন্বেষণ করতে । Bucket List থেকে বেরিয়ে আসছে একের পর এক দর্শনীয় স্থান । আর সেই সুবাদেই দেশের পর্যটন শিল্প কিছুটা হলেও লাভের মুখ দেখছে ।
আমাদের দেশ ভারতবর্ষ – বৈচিত্র্য আর ভৌগলিক সমৃদ্ধিতে ভরা এদেশে রয়েছে সকল শ্রেণীর ভ্রমণ বিলাসী মানুষের জন্য অগাধ পরিস কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য হোক বা কন্যাকুমারির মনোরম আবহাওয়া, আমাদের ব্রহ্মপুত্রের সুবিশাল জলধার হোক, রাজস্থানের রঙিন অতিহ্য সবি উপলব্ধি কর ও আকর্ষনি আছে পাহাড়ি মেঘবালিকার ডাকা বা সমুদ্রের আনন্দ নৃত্য, অরণ্যের মায়াবী আহ্বান বা ঐতিহ্যের নিরব অহংকার – এ সবকিছুই আছে ঘুরে দেখার জন্য । আর এই ঘুরে দেখার সাথি হয়ে আমরা Ready To Trip সবসময় আছি আপনাদের পাশে আপনাদের সঙ্গী হয়ে । অজানাকে জানতে আর অচেনাকে আসুন আমরা বেড়িয়ে পড়ি প্রকৃতির হাথ ধরে । আর সঙ্গে থাকুক Ready To Trip । নির্ঝঞ্ঝাট ব্যাবস্থাপনার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ।
Rakhi Bhattacharjee