Article

2

উপমা

কি দেখছ অমন করে?

তোমার হাসি তে মুক্ত ঝরে—

তাই বুঝি!!বাস এই টুকু??

গল্প কবিতায় কত পড়েছি নতুন কিছু বল—

এই সব বস্তা পচা সংলাপে মন পাবেনা —-

অবশ্য মন এখন জাদুঘরে

রাসায়নিক পদার্থে ডুবিয়ে সংরিক্ষত

তা না হলে কবেই পচে যেত।

নতুন কোন সংলাপ বলো নতুন কিছু চাই।

সদ্য প্রেমে পাওয়া নব্যযুবক

শরীর থেকে এখনো মনে চোখ যায়নি,

নতুন কিছু ভাবা হয়ে উঠে না,

চোখ বারবার ঠোঁটে স্তনে  কোমরের ভাঁজে ভাঁজে আটকে যায়,

কি উপমা দেব এই নারীর!!

কত কবিতা—কত গল্প—লক্ষ গান —-

কোটি শব্দ,হাজার হাজার সভ্যতা

সবাই তো সব বলে শেষ করেছে।

কি নতুন উপমা !!কি নতুন বাণী!!

মহাসাগরের অতল জলে সাঁতার কাটার মতো শব্দের মালা জপে যুবক।

কত সহস্র শতাব্দী পেরিয়ে যায়—

কত তারা ঝরে পরে রাতের আকাশে ,

নারী তার কাঙ্খিত শব্দের প্রতিক্ষায় —-

বীণা পাল

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Related Articles

Our first threading experience gave us some bittersweet pain back in high school, while we still look back in time when many of us had

যুগে যুগে নারীকে দেবিরুপে ভাবা হয়েছে । শক্তিতে , বুদ্ধিতে , জ্ঞানে , সৌভাগ্যে সে তার পরিবারকে সবসময় আগলে রাখবে । সে রূপে , গুণে

বীণা পাল
Author Since : 2022

Follow On Instagram
Learn With Us
Our renowned Academy is offering Diploma Courses. Come join us today.

Start typing and press Enter to search